পিএইচপি শিখুন এবং ক্যারিয়ার গড়ুন-২
আজ আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। বর্তমানে ক্যারিয়ার গড়ার জন্য পিএইচপি অথবা ওয়েব ডেভেলপমেন্ট ভিত্তিক কাজের গুরুত্ব ও চাহিদা অনেক বেশি। তাই যারা নতুন কিন্তু মোটামুটি প্রজেক্ট ভিত্তিক কাজ শিখতে চান তারা গুরুত্বসহ আমার পোস্ট গুলো দেখবেন। দয়াকরে কপিপেস্ট করা পোস্ট থেকে বিরত থাকুন। সৃজনশীল লেখা পড়ুন ও কাজে এক্সপার্ট হউন। যাক শুরু করি-
আমরা গত পর্বে Xampp সার্ভার ইন্সটল করা শিখেছি। যারা Xampp সার্ভার ব্যবহার করবেন তারা ইন্সটলকৃত Xampp নামক ফোল্ডার এ প্রবেশ করুন। এবার এর ভিতর htdocs নামক (যারা Wamp Server ব্যবহার করবেন তারা htdocs এর বদলে পাবেন www নামে ফোল্ডার) একটি ফোল্ডার পাবেন। এতে প্রবেশ করে নতুন একটি ফোল্ডার তৈরি করুন এবং এর নাম দিন phplearn. এবার নোটপ্যাড ওপেন করে নিচের মত টাইপ করুন-
<!DOCTYPE html>
<html>
<body>
<html>
<body>
<h1>My first PHP page</h1>
<?php
echo “Hello World!”;
?>
echo “Hello World!”;
?>
</body>
</html>
</html>
এবার এই লেখাটিকে phplearn নামক ফোল্ডারে index.php নামে সেইভ করুন। অবশ্যই Save as type এ All Files Select করে দিতে হবে।
এরপর যেকোন একটি ব্রাউজার ওপেন করে লিখুন http://localhost/phplearn এন্টর প্রেস করুন। নিচের মত দেখতে পাবেন।
আজ এই পর্যন্তই। আগামী পর্ব পর্যন্ত ভালো থাকবেন।
The New Face of Casino Tycoon - JSHub
ReplyDeleteThe new face 원주 출장마사지 of casino Tycoon. Our team has 충청남도 출장안마 worked on bringing you a complete package 대구광역 출장샵 of high-end, action-packed slot games from 화성 출장안마 the leading 충청북도 출장안마