পিএইচপি শিখুন এবং ক্যারিয়ার গড়ুন-১

পিএইচপি শিখুন এবং ক্যারিয়ার গড়ুন-১

প্রিয় পাঠক,  আমি আপনাদের জন্য ধারাবাহিক পোষ্ট লিখার জন্য চেষ্টা করব, ইনশাআল্লাহ। পিএইচপি জানার জন্য আপনাদের বেশি আইটি এক্সপার্ট হওয়ার প্রয়োজন নাই শুধুমাত্র বেসিক প্রোগ্রামিং এর ধারণা থাকলেও হবে। যারা সম্পূর্ণ নতুন তাদের জন্য সবগুলো পোস্ট নিয়মিত দেখতে হবে। আর দেরি না করে লেখা যাক। পিএইচপি চালু করতে হলে আপনাকে Xampp অথবা PHP এবং Mysql Server ইন্সটল করতে হবে। তা রান করিয়ে আপনাকে কাজ শুরু করতে হবে। আমরা এখন দেখব কিভাবে ইন্সটল করতে হয়।
Xampp Install প্রসেস:


প্রথমে xampp.exe ফাইলে ডাবল ক্লিক করুন। এবার নিচের স্ক্রীনটি দেখতে পাবেন।
Xampp_tutorial_xampp_for_windows_installation_wizard_welcome_page
নেকস্ট এ ক্লিক করুন। নিচের স্ক্রীনটি দেখতে পাবেন।
Xampp_tutorial_xampp_for_windows_installation_wizard_page_1_choosing_installation_folder
এখানে আপনি যে ড্রাইব এবং ফোল্ডারে তা সেটাপ করতে চান তা ব্রাউজ করে দেখিয়ে দিয়ে নেকস্ট ক্লিক করুন।
Xampp_tutorial_xampp_for_windows_installation_wizard_page_2_xampp_options
এখান থেকে এ্যাপাচি এবং মাইএসকিউল সার্ভিস সিলেক্ট করে ইন্সটল এ ক্লিক করতে হবে। তাহলে ইন্সটলেশন প্রগ্রেস হবে।
Xampp_tutorial_xampp_for_windows_installation_wizard_installation_progress
ফিনিশ এ ক্লিক করলে নিচের মত ম্যাসেজ দেখতে পাবেন।
Xampp_tutorial_xampp_for_windows_xampp_control_panel_click_ok_dialog
OK ক্লিক করলে নিচের মত একটি ম্যাসেজ পাবেন তাতে ইয়েস এ ক্লিক করলে আপনার এক্সাম্প সার্ভার রান হবে।
Xampp_tutorial_xampp_for_windows_installation_wizard_installation_completed_page_start_control_panel
এরপর যেকোন একটি ব্রাউজার ওপেন করে লিখুন http://localhost এবং এন্টর প্রেস করুন। তাহলে নিচের স্ক্রীনটি দেখতে পাবেন।
এখানে আপানার ভাষা সিলেক্ট করুন। কাজ শেষ।
পরবর্তী লেসন থেকে আমরা শিখব কিভাবে লোকাল সার্ভার এর মাধ্যমে পিএইচপি এর ডেভেলপ করা যায়।

No comments:

Post a Comment